আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের আইপিও আবেদন শুরু ১ আগস্ট
দেশ প্রতিক্ষণ, ঢাকা : মেয়াদী আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের আইপিও আবেদন ১ আগস্ট থেকে শুরু হবে। চলবে ১০ আগস্ট পর্যন্ত।
সম্প্রতি ফান্ডটিকে সম্মতি পত্র দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
ফান্ডটির আকার ১০০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা অগ্রণী ব্যাংক দিবে ৫০ কোটি টাকা। বাকী ৫০ কোটি টাকার মধ্যে মিউচ্যুয়াল ফান্ড পাবে ৫ কোটি টাকার ৫০ লাখ ইউনিট; যোগ্য বিনিয়োগকারী পাবে ২০ কোটি টাকার ২ কোটি ইউনিট; প্রবাসীরা পাবে ৫ কোটি টাকার ৫০ রাখ ইউনিট; সাধারণ বিনিয়োগকারীরা পাবে ১৬ কোটি টাকার ১ কোটি ৬০ লাখ ইউনিট এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৪ কোটি টাকার ৪০ লাখ ইউনিট।
এর আগে বিএসইসি’র ৫৯৬ তম সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়।
ফান্ডটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডের উদ্যোক্তা অগ্রণী ব্যাংক লিমিটেড। আর সম্পদ ব্যবস্থাপক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হলো ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।