ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলিয়ার রহমানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার নোয়ানিপাড়ার মোড়ে এ ঘটনা ঘটে। আহত অলিয়ার বামনগাছি গ্রামের মনির উদ্দীনের ছেলে।
সে স্থানীয় নাটিমা মত্স্য ও বাওড় উন্নয়ন প্রকল্পের সাধারণ সম্পাদক।স্থানীয়রা জানায়, তাকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী অধ্যক্ষ নবী নেওয়াজ জানান, আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক অলিয়ার সকালে ভোটারদের কেন্দ্রে যাওয়ার জন উদ্বুদ্ধ করছিল। এসময় জামায়াত বিএনপির কর্মীরা তার ওপর হামলা করে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।