জীবননগর বিজিবির বিশেষ অভিযানে ফেনসিডিল উদ্ধার
মারুফ মালেক,জীবননগর: দশম জাতিয় নির্বচনে ব্যাস্ত পুলিশ বিজিবি র্যাব ও অনান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
এই সুযোগে জীবননগর সীমান্ত এলাকা থেকে অভিনব কায়দায় পাচার হচ্ছে ফেনসিডিল। অত্যন্ত কৌশলে তৈলের ব্রেলে করে পাচার করাকালে জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পিয়ারাতলা এলাকা থেকে ৪৭৭ বোতল ফেনসিডিল সহ একটি করিমন গাড়ি আটক করেছেন।
আটককৃত মালামালের দাম চারলক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ঘটনার সাথে জরিত দু’জনকে গ্রেফতার করেছেন বিজিবি।বিজিবি ও এলাকাবাসী সূত্র জানান,
সোমবার জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ চোরাচালান বিরোধী টহল ডিউটিতে তৎপর ছিলেন।
এসময় তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাদক চোরাকারবারী ভারত থেকে ফেনসিডিল পাচার করে নিয়ে আসছে।
এ সংবাদের ভিত্তিতে তিনি জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পিয়ারাতলায় ফাঁদ পেতে থাকেন। চোরাচালানিরা দুপুর ১টার দিকে করিমন যোগে বিপুল পরিমাণে ভারতীয় ফেনসিডিলসহ তার ফাঁদ বরাবর আসামাত্র তিনি করিমন গতিরোধ করেন।
করিমন তল্লাসি করে তৈলের ব্রেল থেকে ৪৭৭ বোতল ফেনসিডিলসহ মেদিনীপুরের মৃত বাটা আশরাফের পুত্র আরেফিন ও খলিলুর রহমানের পুত্র মহরআলীকে আটক করেন। হাবিলদার নাজমুল হক জানান,উদ্ধারকৃত করিমন ও ফেনসিডিলের মুল্য চারলক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।