Morrelgonj_Photo_08.01মোরেলগঞ্জ,বাগেরহাট: শীতের সকাল হালকা কুয়াশা রোদ উঠতে একটু দেরি। রোদ না উঠলে মানুষ ঘর থেকে বের হচ্ছেনা ।

আর ঘর থেকে বের হয়েই যদি এমন দৃশ্য দেখতে হয় তাহলে আতকে উঠে সবাই । এটাই স্বাভাবিক। এমনি এক দৃশ্য সকাল বেলা দেখেন মো: ছিদ্দিকুর রহমান।

মোরেলগঞ্জ  থানা সংলগ্ন তার বাড়ি। বাড়ির সামনে একখানা আলুক্ষেত ।আজ বুধবার আলুক্ষেতের মধ্যে লাল কাপড়ে মোড়ানো কিছু একটা হবে দেখাগেল।

কাপড় খুলে দেখা গেল একটি নবজাতক কন্যা শিশু মনে হয় কিছু সময় আগে শিশুটি মারা গেছে। এ খবর পেয়ে আশে-পাশের লোকজন ভীড় করে নাম পরিচয়হীন এ শিশুটিকে একনজর দেখার জন্য।

শিশুটি জন্মের পর তার পিতার পরিচয় দিতে না পারায় পাষন্ড মাতা এভাবে ফেলে গেছে বলে সাধারণ মানুষের ধারণা।

পরে থানা পুলিশকে খবর দেয়া  হলে মাত্র ৫০ গজ দুরত্বের পথ আসতে তাদের সময় লাগে ৫ ঘন্টা । এরপর  পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে শিশুটির লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে।