মোরেলগঞ্জে ২টি মন্দিরে আগুন আটক ৩
মোরেলগঞ্জ,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে দু’টি পুজামন্ডপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মন্দির রক্ষা পেলেও অন্যটির প্রতিমাসহ মন্দির-ঘরটি পুড়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। ঘটনার দিন বুধবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর কচুবুনিয়া গ্রামের শুশিল ঠাকুরের বাড়ি সংলগ্ন শ্রী শ্রী রাধাগোবিন্দ সার্বজনিন পূজামন্ডপে অজ্ঞাত দুস্কৃতকারীরা আগুন দেয়।
এতে মন্দিরটি সম্পূর্ণরুপে ভস্মিভূত হয়। অপরদিকে বৃহস্পতিবার সকালে জিলবুনিয়া গ্রামের মাষ্টার বিপ্লব সোমাদ্দারের বাড়ির মন্দিরের ভেতর থেকে ধোঁয়া বের হলে পার্শ্ববর্তী জনৈক দোকানি দেখতে পেয়ে নিভিয়ে ফেলায় ক্ষতির হাত থেকে মন্দিরটি রক্ষা পায়।
জেলা প্রশাসক মুহা: শুকুর আলী,জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মো: মামুনুর রশিদ,মোরেলগঞ্জ থানা ওসি মো: আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে এসহাক সরদার (৬৫) তার ছেলে হাকিম সরদার (৩৩) ও মিন্টু শেখ (৩২) কে আটক করেছে।