মংলায় ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১০ ২:২০:৩৬ অপরাহ্ন
মংলা: কোস্ট গার্ড সদস্যরা মংলার ফরেস্ট জেটি এলাকা থেকে বৃহস্পতিবার রাত দশটার দিকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
কোস্ট পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার এম মহিউদ্দিন মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফরেস্ট জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।
এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল শুক্রবার সকালে মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।