জীবননগরে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী আটক
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১০ ৪:৫১:২৯ অপরাহ্ন
চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৭ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার মৃগমারি গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে বিএনপি ওয়ার্ড সভাপতি আব্দুল গণি (৫০) তার ছেলে রিপন (২৭), শাখাওয়াত হোসেনের ছেলে জামায়াত নেতা তাজমুল জোয়ার্দ্দার (৩২),
আব্দুল ওয়াহাবের ছেলে খাইরুল ইসলাম (৩৮), মৃত তোফাজ্জেলের ছেলে মিজানুর রহমান (৪২), খোরশেদ আলমের ছেলে জামায়াত কর্মী মনোয়ার হোসেন (৪৫) ও মোস্তফা (৪০)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার ভোর ৪ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় তাদেরকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।