নড়াইলে সংখ্যালঘুদের দোকানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১১ ৫:২৫:৫৪ অপরাহ্ন
নড়াইল: নড়াইলে সংখ্যালঘুদের একটি দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এলাকাবাসী জানায় ,
শুক্রবার গভীর রাতে সদর উপজেলার কমলাপুর মধ্যপাড়া এলাকায় মন্দিরের পাশে মৃত্যুঞ্জয় সিংহের মুদি দোকানে গভীররাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।
এলাকাবাসী টের পাওয়ার আগেই দোকানটি পুড়ে শেষ হয়ে যায়। তবে মন্দিরের কোন ক্ষতি হয়নি। এতে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকান মালিক মৃত্যুঞ্জয় জানান।
জেলা প্রশাসক আঃ গাফফার খান, পুলিশ সুপার মোঃ মুনির হোসেন, জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ সুবাস চন্দ্র বোসসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মো ঃ মুনির হোসেন বলেন, ঘটনাটি কোন সাম্প্রদায়িক ঘটনা নয়। এটি সিগারেট/ বিড়ির থেকে বা অন্য কোন কারনে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে । জোর তদন্ত চলছে।