কুষ্টিয়া: কুষ্টিয়ায় র্যাব-১২ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ-সহ রইলদ্দিন (৩৯) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
সে উপজেলার বড়বড়িয়া গ্রামের তাহির উদ্দিনের পুত্র। শনিবার দুপুরে মিরপুর থানার বড়বড়িয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বড়বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশী ৭.৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি-সহ আটক করে রইলদ্দিনকে।
এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়েছে।