কুষ্টিয়া: কুষ্টিয়ায় খোকসায় বালি উত্তোলন নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পরে অন্তত ১২জন আহত হয়েছে।
আহতদের মধ্যে সেলিম শেখ (২০), টোকন শেখ (২২), সাহজাহান আলীর (৩০) পরিচয় জানাগেছে। বাঁকী আহতরা খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।রোববার দুপুর ১২টার দিকে খোকসা উপজেলার ওসমানপুর গড়াই নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ওসমানপুর ইউনিয়নের দুই মেম্বর জহুর ও মানিকের মধ্যে নদীর বালু কাটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে দু’গ্র“পে সংঘর্ষে ১২জন আহত হয়। এর মধ্যে শাহজাহানের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রয়েছে।