ইবির ভর্তি পরীক্ষা ১৮ জানুয়ারি
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৩ ২:৩১:২৬ অপরাহ্ন
কুষ্টিয়া: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি শুরু হবে।
সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সাকলাইন জানান, ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।তিনি জানান, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত এই ভর্তি পরীক্ষা চলবে।
প্রসঙ্গত, এর আগে আরও তিনবার ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাসহ বিভিন্ন কারণে প্রতিবারই তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।