1484032624দেশ প্রতিক্ষণ, ঢাকা : ১৪ জানুয়ারি রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা নাটকের পুরোধা সেলিম আল দীনের প্রয়াণ দিবস। ২০০৮ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন তিনি। তার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘সেলিম আল দীন স্মরণ উৎসব ২০১৭’।

উৎসব ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটারের আয়োজনে এ উৎসবের সহায়তায় থাকছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

১৪ জানুয়ারি সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।

একই দিন বিকেল ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষের ৭ম তলায় রয়েছে সেমিনার। নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে এখানে প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।

১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া থিয়েটারে মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘বাসন’। নাটকটি নির্দেশনা দিয়েছেন ফারুক হোসেন।

১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় একই হলে ভোলা থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘গ্রন্থিকগণ কহে’। রেজা মোহাম্মদ আরিফের পাণ্ডুলিপি সম্পাদনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক কুমার সাহা।

উৎসবের সমাপনী দিন ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সঙ থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘শকুন্তলা’। নাটকটি নির্দেশনা দিয়েছেন প্রসেনজিৎ পাল।