দেশ প্রতিক্ষণ, ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রত্যেকটি অর্থনীতির জন্য শেয়ারবাজারকে শক্তিশালী অবস্থানে আনা দরকার। এরই লক্ষ্যে তথ্য ও প্রযুক্তি বিভাগ শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বসেছি। আগামী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে বসছি।’

রবিবার কার সিলেকশনের সহযোগী প্রতিষ্ঠান আমায়া সিকিউরিটিজ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু।

প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রোকারেজ হাউজের সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্রাহকদের কাছে বিশ্বাস এবং আস্থা তৈরি করা। সে জায়গা থেকে আমায়া সিকিউরিটিজের প্রধান নির্বাহী আসলাম সেরনিয়াবাত তার ব্যক্তিত্ব, ব্যবসায়িক দক্ষতায় গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে।’
এরই মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য আমায়া সিকিউরিটিজ জনপ্রিয় নাম হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পলক বলেন, ‘ইনহান্সিং ডিজিটাল অ্যান্ড গভর্মেন্ট অ্যান্ড ইকনোমিক’ এর আওতায় বিএসইসি এবং ডিএসইকে অটোমেটেড করে ডিজিটালাইজ করে আরও কতটা স্বচ্ছতায় নিয়ে আসা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। বিনিয়োগকারীদের কল্যাণে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে আমরা বসেছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক আসলাম সেরনিয়াবাত। তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা এবং বিশ্বাস অর্জন করে আমায়া সিকিউরিটিজ এগিয়ে যেতে চায়। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদান করে সিকিউরিটিজ হাউজের শীর্ষ তালিকায় নিজেদের স্থান করে নেওয়াই আমাদের লক্ষ্য।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি তারিক আমিন ভূঁইয়া।

এর আগে ১২ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোল্ডার আমায়া সিকিউরিটিজ লিমিটেড স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ পায়। ডিএসইতে ব্রোকারেজ হাউজটির রেজিস্ট্রেশন নম্বর-ডিএসই-২৬৮/২০২২/৫৭৮। প্রতিষ্ঠানটির ডিলার ট্রেডিং আইডি ডিএলআরএএমএ।