শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঈদের ছুটি শেষে গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবসেই সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে চলতি জুন মাসের শুরু থেকে উত্থানে ছিল পুঁজিবাজারে। এই সময়ের মধ্যে ৯ কার্যদিবস লেনদেনে ছয় কার্যদিবস বেড়েছে সূচক।

আর বাকি তিন কার্যদিবস সূচক কমেছে। এর আগের মাসে ধারাবাহিক পতনের পর সূচক যখন বেড়েছে তখন সিংহভাগ কোম্পানির শেয়ার দর উত্থানে ফিরে। পতনের বৃত্তে আটকে থাকা সূচক চলতি মাসে উত্থান ফিরলে বেশকিছু কোম্পানির শেয়ারের দর বাড়তে থাকে। সেখান থেকে মুনাফা নেওয়ার চাপে গত সপ্তাহে দুই কার্যদিবস প্রফিট টেকিংয়ের চাপে সূচকের পতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এছাড়া সপ্তাহজুড়ে সূচকের উত্থানের সাথে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটির মূল্যসূচক। সেইসাথে বেড়েছে লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন। ফলে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫০ কোটি ৫ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৭৪৩ কোটি ৩৫ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫০ হাজার ৫৯১ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৫২ কোটি ৭ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ৬২৫ কোটি ৮৬ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৬৪ কোটি ৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৬২ কোটি ৮০ লাখ টাকা।

আলোচ্য সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দর বেড়েছ ১৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। শেয়ার দর কমেছে ১৫৯ টি কোম্পানির। সেইসাথে অপরিবর্তিত ছিল ৪২ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এসময়ে প্রধান মূল্যসূচক বেড়েছে ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ।

বর্তমানে সূচকটির অবস্থান ৪ হাজার ৭৫৪ পয়েন্টে। ডিএস৩০ সূচকে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮২ পয়েন্টে এবং ডিএসইএস সূচকে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭ পয়েন্টে। এ সপ্তাহে দৈনিক গড় লেনদেন ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ কোটি ৩৭ লাখ টাকা। আগের সপ্তাহে এই লেনদেনের পরিমাণ ছিল ২৪১ কোটি ১ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৭০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ১.১৪ শতাংশ বেড়ে ১১ হাজার ৪০৪ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১.১০ শতাংশ বেড়ে ৮ হাজার ১১০ পয়েন্টে, সিএসআই সূচক ০.৮৮ শতাংশ বেড়ে ৮৫২ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ২.৩৬ শতাংশ বেড়ে ১ হাজার ৯৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮২ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৩০১ কোটি ১৯ লাখ টাকা। টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ২৯৮ কোটি ৫১ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৬৯ কোটি ২০ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২৮ কোটি ২৬ লাখ টাকা।