লক্ষ্মীপুরে মন্দিরে ভাঙচুর ও লুটপাট করছে দুর্বৃত্তরা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৩ ১২:৫৪:১০ অপরাহ্ন
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজারের বারাহী মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে কালীমূর্তি ও মহাদেবের মূর্তি ভাঙচুর করেছে। এ সময় তারা মন্দিরের দানবাক্স, মূল্যবান পূজাসামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র লুটপাট করে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
মন্দিরের সভাপতি প্রাণতোষ কুমার নন্দী আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোররাতে দুর্বৃত্তরা মন্দিরে হামলা চালায়। তারা মন্দিরের দুটি মূর্তি ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।