লক্ষ্মীপুর: অর্ধ শতাধিক ভোটকেন্দ্রে কারচুপির অভিযোগ এনে লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের দুই স্বতন্ত্র প্রার্থী দশম জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।নির্বাচন প্রত্যাহারকারী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- একে এম আজাদ উদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট একে এম শরিফুদ্দিন।
রোববার ভোটগ্রহণ শুরুর পর ভোটকেন্দ্র ঘুরে সকাল পৌনে ১১টার দিকে এ ঘোষণা দেন তারা।একে এম আজাদ উদ্দিন চৌধুরীর অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের সমর্থকরা ভোট কারচুপি করছেন। ভোট কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দিচ্ছে না।
অপর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট একে এম শরিফুদ্দিনের অভিযোগ, রামগতি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে তার পোলিং এজেন্টদের বের করে দিয়েছেন নৌকা সমর্থকরা।