আপন দুই বোনের এক স্বামী !
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৫ ৮:৩০:৪৭ অপরাহ্ন
কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী গ্রামে আপন দুই বোনকে বিয়ে করেছেন এক ব্যক্তি। এ ঘটনা নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনানী গ্রামের ত্রিপল মার্ডার মামলার আসামী জাগির হোসেন সিকদার প্রথম স্ত্রীকে ঘরে রেখেই তিন বছর পূর্বে তার শালীকে বিয়ে করে সংসার করে আসছেন।
গত ১৬ অক্টোবর পবিত্র ঈদুল আযহার দিনে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন শালীকে বিয়ে করার বিষয় নিয়ে আপত্তি তুলে।কিন্তু প্রভাবশালী জাগির হোসেন শালীকে ছাড়তে রাজী না থাকায় এলাকার লোকজন সমাজ ভেঙ্গে দেয় এবং ঈদের জামাত একই মসজিদে দুই বার আদায় করে।
স্থানীয়রা আরো জানায়, জাগির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখলসহ নানা অপকর্মে জড়িত। জাগির এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিচার হওয়া দরকার।