মো.রাজীব হোসেন রাজু,লক্ষ্মীপুর: নির্বাচন বাতিল নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের পূর্ন প্রতিষ্ঠা, কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৮দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে হরতাল-অবরোধের সমর্থনে লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে ১৮দলের নেতাকর্মীরা।
সোমবার সকাল ৮টা থেকে শহরের মিয়ার রাস্তার মাথায় বিক্ষোভ মিছিল করে শহর জামায়াত। এসময় তারা ঢাকা-রামগতি মহাসড়কে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে। এদিকে পৌর বাসটার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করে পৌর বিএনপি।
এসময় তারা ঢাকা-রায়পুর মহাসড়ক অবরোধ করে। এছাড়া দালালবাজার, মান্দারী, চন্দ্রগঞ্জ, জকসিন সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, রাস্তায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে পিকেটাররা ।