লক্ষ্মীপুরে অনির্দিষ্ঠকালের অবরোধের ৯ম দিন,গ্রেপ্তার ১১
লক্ষ্মীপুর: একতরফা প্রহসনমূলক নির্বাচন বাতিল, নেতা-কর্মীদের হত্যা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে ১৮দলীয় জোটের ডাকা টানা অনির্দিষ্টকালের অবরোধের ৯ম দিন লক্ষ্মীপুরে সড়ক অবরোধ, রাস্তায় অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে চলছে।
সকালে শহরের মিয়া রাস্তামাথা নামক স্থানে সড়কে গাছের গুড়ি ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে লক্ষ্মীপুর -রামগতি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এসময় তারা একটি সিএনজি ভাংচুর করে।
এছাড়া সকাল থেকে শহরের ইটেরপুল, বাস টার্মিণাল ও দালালবাজার,মান্দারী,জকসিনসহ জেলার বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে ১৮দলীয় জোটের নেতা-কর্মীরা।
এদিকে নাশকতার আংশকায় ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জেলা শহরে নাশকতা এড়াতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।