মনির হোসেন, কুমিল্লা: অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি না থাকায় অতিরিক্ত যানবাহনের চাপ এবং ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টা থেকে এই যানজটের সৃষ্টি হয়। যানজটে কুমিল্লার বিশ্বরোড থেকে দাউদকান্দি উপজেলা টোলপ্লাজার গোমতী সেতু পেরিয়ে গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।যানজটের কারণে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট অনির্দিষ্টকালে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি ২ দিন স্থগিত করায় অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়া এবং ঘন কুয়াশার কারণে ধীরে ধীরে যানবাহন চলাচলের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে যানজট নিরসেনে ময়নামতি, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি, গজারিয়া হাইওয়ে ও জেলা পুলিশ অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।