মো.রাজীব হোসেন রাজু,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, বিকালে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে মান্দারী ইউনিয়ন শিবির।
এসময় ছাত্রলীগ একটি পাল্টা মিছিল বের করে। মিছিল থেকে ছাত্রলীগ কর্মীরা শিবির কর্মীদের ধাওয়া দিলে শিবিরকর্মীরাও পাল্টা ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এঘটনায় উভয়পক্ষের ১০ নেতা কর্মী আহত হয়। মান্দারী শিবির সভাপতি রাকিব হোসেন জানান, ছাত্রলীগ কর্মীরা শিবিরের মিছিল লক্ষ্য করে গুলি চালায়। এতে তাদের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়।এ ব্যাপারে মান্দারী ফাঁড়ি থানার এস আই মো.শাহজাহান এর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি।