লক্ষ্মীপুরে ১৮দলের ১৪ নেতাকর্মী আটক
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১২ ১:০৩:৪৬ অপরাহ্ন
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৮ দলের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অবরোধ চলাকালীন সময় নাশকতার অভিযোগে শনিবার মধ্যরাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- মুকবুল আহম্মদ(৫৫), জবি উল্লা(২২), মো. হানিফ(৩৫), কোরবান আলী (৪০), আকতার হোসেন ছুট্ট(২৩), জিয়া (১৮), নাঈম (১৮), আরিফ(১৮), সাইফুল্লা (৪০),
রহমান আলী (৫০), শরীফুল ইসলাম আজাম (১৮), জাবেদ ওমর(২৮), জমির আলী (৩৫), আঃ করিম (৩৯)। আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) কাজী হেলাল উদ্দিন।