ঢাকা: পশ্চিমাদের চাপের মুখে অবশেষে জেনেভায় শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে সিরিয়ার বিদ্রোহীদের নির্বাসিত সংগঠন সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি।

তুরস্কের ইস্তানবুলে এক বৈঠকে বসে ভোটের মাধ্যমে তারা শান্তি আলোচনায় বসার এই সিদ্ধান্ত নিয়েছে।সিরিয়ার যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় যে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে, সেখানেম যোগ দিতে এতো দিন রাজি হচ্ছিলো না এসএনসি।

শান্তি আলোচনায় এসএনসি যোগ দেবে কি দেবে না প্রশ্নে যে ভোটগ্রহণ হয়েছে সেখানে ৫৮ ভোট পড়েছে আলোচনায় যোগ দেয়ার পক্ষে আর ১৪টি পড়েছে বিপক্ষে। তবে সংগঠনের প্রায় ৫০ জন সদস্য ভোটে অংশ নেয়নি।

সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যে অন্তর্র্বতীকালীন সিরিয় সরকারের কথা ভাবা হচ্ছে, সেই সরকারে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ থাকলে এসএনসি আলোচনায় যোগ দেবে না বলে ঘোষণা দিয়েছিল। কিন্তু পশ্চিমাদের চাপের মুখে তারা রাজি হয়েছে।

এসএনসির প্রধান মনজের আকবিক বলেছেন, সিরিয়ার বিদ্রোহীদের অন্য আরেকটি সংগঠন ফ্রি সিরিয়ান আর্মির সদস্যও শান্তি আলোচনায় যোগ দেবে।মনজের আকবিক বলছেন, ফ্রি সিরিয়ান আর্মির পক্ষ থেকে তাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে এবং তারাও শান্তি আলোচনায় অংশ নিতে চায় বলেও চিঠিতে লেখা হয়েছে।

তিনি বলেন, এসএনসির যে প্রতিনিধি দলটি জেনেভায় যাবে সেখানে ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা যেমন থাকবে, তেমনি থাকবে রাজনীতিবিদ, কূটনীতিক এবং বিশেষজ্ঞরাও  । এসএনসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমেরিকা ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।

তাছাড়া অনেক দিন পর গত শনিবার ত্রাণ সামগ্রী পৌঁছেছে দামেস্কের অদূরে ইরামৌকে অবরুদ্ধ থাকা ফিলিস্তিন পরিচালিত একটি শরণার্থী শিবিরে।গত ৪ মাসের মধ্যে এই প্রথম সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছোতে দেয়াটা সিরিয়ান সরকারের ইতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ বলেই মনে করা হচ্ছে।