নওগাঁ: ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বি.জি.বি)’র অধিনস্থ আগ্রাদ্বীগুন এর কাউটিপাড়া গ্রামের একটি মাঠে শনিবার রাত আনুঃ ৯ টায় অভিযান চালিয়ে মালিক বিহীন ১৫৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১০টি প্লাষ্টিকের বস্তা আটক করেছে।
জানাগেছে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বি.জি.বি)’র অধিনস্থ ধামইরহাট উপজেলার আগ্রাদ্বীগুন বি.ও.পির মেইন পিলার ২৫৭ এর নিকট কাউটিপাড়া গ্রামের একটি মাঠে সুবেদার নাসির উদ্দীনের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স অভিযান চালায়।
অভিযানে এসময় বি.জি.বি সদস্যরা মালিক বিহিন ১৫৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১০টি প্লাষ্টিকের বস্তা আটক করে।
আটককৃত উক্ত ফেন্সিডিল ও প্লাষ্টিকের বস্তার সিজার মূল্য ৬ লক্ষ ২০ হাজার ২শত টাকা বলে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বি.জি.বি)’র পতœীতলা ক্যাম্প সূত্রে জানা গেছে।