কয়রা, খুলনা, দেশ প্রতিক্ষণ: কয়রায় নওয়াবেকি গনমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর পিপিইপিপি প্রকল্পের উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে উচ্চ মুল্যের নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের সহযোগিতা করে আসছে।

তারই ধারাবাহিকতায় জীবিকায়ন কম্পোনেন্ট এর আওতায় কয়রা সদর ইউনিয়নের ৩নং কয়রা ক্ষয়ত্রিপাড়ায় মাঠ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক বিঞ্চুপদ মন্ডল বলেন, পুষ্টি জাতীয় ব্রকলি চাষ করে অনেক ভাল পালন পেয়েছি।

আগামীতে অনেক কৃষক ব্রকলি চাষ করার জন্য আগ্রহী হয়ে উঠছে। গতকাল ৭ মার্চ সকাল ১০ টায় নওয়াবেকি গনমুখী ফাউন্ডেশন ম্যানেজার মোঃ হাফিজুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা এস এম নজরুল ইসলাম,

উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনুতব সরকার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াছাদ আলী, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, শাহানারা পারভীন, নওয়াবেকি গনমুখী ফাউন্ডেশনের কারিগরী কর্মকর্তা সু-মঙ্গল কুন্ডু, সুব্রত রায় চৌধুরী, কৃষানী অলোকা রানী মন্ডল প্রমুখ।