bsec-dse lagoদেশ প্রতিক্ষণ, ঢাকা: ইনভেস্টরস প্রটেকশন ফান্ড (আইপিএফ) বা বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের কমিটির অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। আইপিএফ ট্রাস্টির প্রধান করা হয়েছে বিচারপতি মোঃ আব্দুস সামাদকে। সম্প্রতি ডিএসইকে চিঠি দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি জানিয়েছে। ডিএসই ইনভেস্টর প্রটেকশন ফান্ড (আইপিএফ) ১৯৯৯ অনুযায়ী ট্রাস্টির সদস্য হবে ৫ জন্য।

জানা গেছে, ট্রাস্টির অন্য সদস্যরা হলেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদরে পক্ষ থেকে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা সৈয়দ আবুল হাসেম, ডিএসইর সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, পরিচালক শরিফ আতাউর রহমান, । ডিএসইর এমডি পদাধিকারবলে এ বোর্ডের সদস্য হবেন।

জানা গেছে, কোনো ব্রোকারেজ হাউস দেউলিয়া হয়ে গেলে বা বিনিয়োগকারীদের শেয়ার কিংবা তাদের জমা রাখা অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে এ তহবিল থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।