দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১৩৫ বারে ২ লাখ ৩২ হাজার ২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৯৪ বারে ১৩ লাখ ৫৭ হাজার ৮০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৫ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা বাটা সু’র শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ৭৮৮ বারে ১১ হাজার ৯৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: এইচআর টেক্সটাইলের ৬.৫৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৭৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪.২৫ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৪.১৮ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৮৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৮৯ শতাংশ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২.৭৩ শতাংশ দর বেড়েছে।